এসো প্রেম করি


✍️---কৃষ্ণকুসুম পাল

প্রেম এক আত্মত্যাগ, পবিত্রতা,সততা,
প্রেমের নামে দেহের আকুতি কেন কবিতা?
এখনো প্রেম যদি হয়,
কখনো পরকীয়া নয়,
পরকীয়া ব্যাধি-
সম্ভোগ সমাধি,
ছোঁয়াচে রোগ ছলনায়
জীবন কেড়ে নেয় লহমায়,
সমাজ,সংসার অসার,
জীবন,যৌবন প্রেমের হার।
এসো প্রেম করি-
চিরদিন করো ভরসা,
তোমাকে ছাড়া-
আত্মহারা ভালোবাসা।
----------**********----------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন