✍️ প্রতীক হালদার
প্রেমের নেশা স্বপ্ন সাজায়
চোখের পাতা জুড়ে,
অভিমানের পাহাড় গড়ে
কখন থাকে দূরে।
প্রেমের হাসি দুঃখ ভোলায়
জুড়িয়ে যে দেয় মন,
কখন আবার ক্রুদ্ধ হয়ে
করে শুধু জ্বালাতন।
প্রেমের ভাষা চোখ ই বোঝে
হৃদয়ে ওঠে ঢেউ,
উথাল-পাথাল মন যমুনা
রাখে না খবর কেউ।
প্রেমের নেশা অনেক বড়
জীবন রাখে বাজী,
ঠুনকো কোনো আঘাত পেলে
মরতে থাকেও রাজি।
প্রেমের গল্প হৃদয় আকাশ
কখন রঙিন থাকে,
কখন আবার কালো মেঘে
আকাশটাকে ঢাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন