সোহাগ ভালোবাসা


✍️ মায়া রানী মজুমদার

জীবনে ভালোবাসার দিন প্রতিদিন, 
যদিও পালিত হয় এই বিশেষ দিন। 
এই একটি দিন'কেই দিন-লিপিতে,
সবাই চায় বিশেষ করে ভালবাসিতে।
বেঁচে থাকুক ভালোবাসার অটুট বন্ধন, 
নয়নাশ্রু ফেলে, না করে যেন কেউ ক্রন্দন।
চোখের ভাষাতেই বুঝে নাও মনের চাহিদা, 
দু'জন থেকো না কভুও আলাদা আলাদা। 
হাতে হাত রেখে কথা দিয়ে রেখো স্মরণে,
চলবে দুজনে একসাথে জীবনে মরনে। 
হস্ত বাড়িয়ে তুলে দিয়ে হাতে লাল গোলাপ, 
দুই জন বসে বসে করো শুধু প্রেমালাপ।
ভালোবাসা নয়তো শুধু প্রেমিক প্রেমিকার। 
মা বাবা ভাই বোন ভালোবাসা যে
সবার,
স্মৃতিতেই রও সবে ভালোবাসার দৃষ্টান্ত হয়ে, 
নিশ্চিন্তে ভালোবেসে তুমি থাকো নির্ভয়ে। 
সংসার সুখের, শুধু ভালোবাসারই কারণ, 
ভালোবাসাকে কভুও করিও না অপসারণ। 
ভালো ভাষাই সোহাগের প্রেমময় ভাষা, 
বিশ্ববাসী চায় সোহাগ ভালোবাসার আশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন