তোর নামে


   ✍️ সুস্মিতা মহাজন 

একটা সমুদ্র লিখে দেবো তোর নামে,
তুই গড়ে নিস ঢেউগুলোকে।
রঙহীন তার জলের স্রোত;
পাশেই তার সোঁদা  মাটির 
মাতৃত্বের গন্ধ মাখে।
একটা পাখি দেবো তোর সাথে করে,
যে শুধু আমার সুখের নীড় খুঁজবে তোর কাছে-
ওই দূরে উড়ে গেলেও আবার 
ফিরবে তোর টানে।
তোকে একটা স্বপ্ন দেবো এঁকে, 
তুই তার রঙীন কেনা স্বপ্নে নাই-বা থাকলি-
নতুন করে স্বপ্ন দেখবি বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ