✍️ চন্দ্রিমা বণিক
টানা টানা চোখ দুটো
কত কথা বলে,
চুপটি করে মুখটি বুজে
স্বপ্নে জেগে চলে,
কল্পনাতে বেড়ায় ঘুরে
দোলনচাঁপার সাথে,
বৃষ্টিফোঁটা হাতে ধরে
মনটি উড়ায় নীলে।
হঠাৎ আবার থমকে দাঁড়ায়
রাঙা মনের চলন,
টানা চোখের চাউনিতে
কত প্রশ্নের ভীড়,
গেঁয়ো পথে মনটি ঘুরে
বিরহী গানের সুরে,
করুণ চোখে জল ছলছল
ঝাপসা আশার নীড়।
এমনি চলে নববধূর
অবোধ প্রাণের খেলা,
নতুন প্রেমে অন্ধ বধূ
স্বপ্নে ভাসায় ভেলা,
অন্ধমন মানেনা বারণ
শহিদ স্বামীর টানে,
নববধূ নবসাজে
অপেক্ষায় দিনগুনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন