✍️ মিঠু মল্লিক বৈদ্য
বর্ষায় ভরা নদী,পূর্ণ যৌবনা
রূপে আত্মহারা মাঝিমোল্লা,
শুক পাখিরা সুর তোলেছে
অনন্ত প্রেমের মাধুরী মিশিয়ে।
একে অপরের কাছাকাছি
দূর পানে আবীর রাঙ্গা আকাশ,
কত হাসি,কত কথা,
কত গান, কত প্রত্যাশা।
স্বপ্নের গহীন দেশে দুজনে
একসাথে পাশাপাশি ;
কোন নূতন ভুবন গড়বে বলে
গানে গানে স্বপ্ন বুনন।
সকল সন্নিবদ্ধতার গন্ডি পেরিয়ে
ওরা হেঁটেছে পৃথিবীর পথে
প্রেম বাঁশুরীর মিষ্টি সুরে
হারিয়েছে স্বপ্ননীড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন