✍️ অনিমেষ গোপ
জীবনের শেষ প্রান্তে এসে,
আজ বৃদ্ধ বড় একা।
একাতিত্ব দুর করতেই,
একটি ময়না সংগ্রহ।
মনের আদর যত্ন নিয়ে ব্যস্ত!
আহারে নেই বাহার।
ভোর সন্ধ্যা অনুভবহীন ।
ময়না ই সব ।
ময়না খাঁচা তার দেহ,
আর ময়না প্রাণ।
স্নান করিয়ে ময়নাকে রাখল-
উন্মুক্ত রবির কিরনে।
সুযোগে ময়না উড়াল-
দিল মুক্ত গগনে!
খাবার নিয়ে এসে দেখে-
খাঁচা খালি!
চোখে জলে খাঁচা নিয়ে-
ময়নার খোঁজ।
বুকে যন্ত্রনা,চোখের জলে ,
খাঁচা নিয়ে বসে
আজ ও আশা ময়না-
ফিরে আসবে;-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন