প্রেমের অনুভূতি


  ✍️-রতন দেবনাথ

প্রেমই মুক্তি, প্রেমই শক্তি ,
প্রেমই পরিবর্তনের গুপ্তশক্তি।।
প্রেমই দিব্য সৌন্দর্যের,
 দর্পণ স্বরূপ।
হৃদয়ে ভরপুর প্রেম,
আগুনে তার।
প্রত্যেক কথায় হৃদয়ে,
ঝড় তুলে আমার।
প্রেম একটি চমৎকার অসুখ,
কষ্ট পাওয়ার তিলে তিলে।
প্রেমের সেই আবেগ শক্তি,
সুখ এনেদেয় চুপটি করে।
নিষিদ্ধ প্রেম এক সময়ের সংসার,
এই ক্ষুদ্র জীবনে দুঃখ আনে আবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন