প্রণয়গীত


✍️ প্রবীর পাঁন্ডে
---------------------
ধন্য রে প্রণয় তুই, ধন্য তোর লীলা! 
মানব হৃদয় নিয়ে যত সব খেলা। 
কখনো হাসাও আর কখনো কাঁদাও, 
বাহু মেলে হৃদ মাঝে কাছে টেনে নাও;
আশা ভালোবাসা দিয়ে দেখাও স্বপন, 
স্নেহ আলিঙ্গন দিয়ে ভরে দাও মন। 
দিবানিশি কর শুধু প্রেম গুনগান, 
শুধু ভালোবাসা আর তাহার বাখান। 
কানে কানে বলে যাও আমি যে তোমার-
একা ছেড়ে যাব না গো কোনোদিন আর। 
তারপর একদিন সব কিছু ভুলে
বহুদূরে চলে যাও মাঝপথে ফেলে। 
ধন্য রে প্রণয় তুই, ধন্য তোর লীলা! 
কাছে টেনে ভালোবেসে কর অবহেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন