✍️ পাপিয়া দাস
জেগেছিল প্রেম
কোনো এককালে ঐ কোকিল পাখিটার বুকে।
প্রতিদিন কাক টা এসে
কত মধুর সুরে ডাকত তারে
প্রত্যেকদিন জ্বালাতন করত ভীষণভাবে।
কাকের প্রেমালাপে মুখরিত কোকিল।
কিছু না জেনে প্রেম সাগরে,
ভাসল কোকিল আপন মনে।
হঠাৎ একদিন জানতে পারলো
কাক নাকি ডিম পারে
ঐ কোকিলের ঘরে।
কোকিল তা শুনে
দুহাত মাথায় ধরে।
কাক তো দেখছি ভারী অলস,
নিজের আগুনে অন্যকে পুড়ে।
অনেক ভেবে চিন্তে
কাক কে দূরে তাড়িয়ে দিল,
কোকিল পরে ভালো সঙ্গী পেল
প্রেমালাপে দিন কাটছে ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন