--------------🖋দ্বীপ বণিক
ধুলো মাখা ডায়েরির ময়লার মাঝে,
দেখতে পেলাম শুকনো কালো একটি গোলাপ।
সেই প্রথম দিন তুমি দিয়েছিলে;
আমারি হাতে ভালোবেসে খুব যতনে।
তুমি আজ হারিয়ে গেছো,
নিজের মতো করে অন্যকে আপন ভেবে।
দেখো সেই গোলাপ আজও ভালোবেসে,
ডায়েরির পাতা আগলে রয়েছে।
আজও সব অতীতে শুধু তুমি,
তোমারি স্মৃতি আগলে দু'বছর পেরিয়ে।
সব কিছুর আজ সমাপ্তি হবে,
মুছে দেবো সব স্মৃতি আগুনের তাপে।
যেখানে তুমি নেই -----
স্মৃতি গুলো'তো অজুহাত মাত্র।
ভাঙা কাচে যেমন রুপের সৌন্দর্য আসেনা,
তোমার স্মৃতিতে আজ ভালোবাসা জন্মায়না।
নিজেকে বুঝাতে বুঝাতে শক্ত পাথর হয়েছে হৃদয়,
মনের মধ্যে তোমার নামে আর আবেগ জন্মায় না।
বিবেকের টানে আবেগ গুলো হারিয়ে গিয়েছে;
মরুভূমির এক ফোঁটা জলের মতো।
তুমি আজ নতুনে সুখী ;
সেই আমি প্রাক্তন ভুলতে শিখেছি।
ভালো থেকো আজ বলবো না,
তবে ভালো রাখতে শেখো যাকে আপন করেছো।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন