কান্তা


✍️ সংগীত শীল

মল্লিকা, 
আমি তোমায় স্নিগ্ধতা দিতে পারিনি,
হৃদয়ে আষ্টেপৃষ্টে বেঁধে রাখতে পারিনি,
হুলুস্থুল ছন্নছাড়া ব্যস্ত শহরে ভালোবাসি বলতে পারিনি,
ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় একবুক কবিতা লিখতে পারিনি,
রূপালী আগুনে তুমুল ঝড় তুলতে পারিনি,
রক্তবিন্দুর ফোঁটাকে জনসমাজের কাছে স্বীকৃতি দিতে পারিনি।

পেরেছি একটুকরো অবহেলায় 
একটি চারাগাছ বড় করে তুলতে;
স্বস্নেহের সেই গাছটি আজ ভালোবাসার শেখর মেলে দাঁড়িয়েছে
গাছ ও মল্লিকার বুক জুরে বয়ে যায় সামান্য দীর্ঘশ্বাস।

হয়তো সুর উদাসী পথিকের প্রতি; তাচ্ছিল্যতা বাসা বেঁধেছে,
নির্দয় নির্মমতায় আগ্নেয়গিরির লাভার মতো ঝলসে যাচ্ছে!

পারিনি মল্লিকাকে তার ভালোবাসার মানুষের মতো ভালোবাসতে
যেমন করে আমার নিজস্ব নিকেতনের গাছটি বেড়ে উঠেছে অবহেলায়!
ব্যালকনি পেড়িয়ে বেলি ফুলের সুবাস দিয়ে আসতো মল্লিকাকে,
আমার বুকজুড়ে বেড়ে উঠে আজো-
তোমার ভালোবাসা, অবহেলার হারিয়ে ফেলা প্রতিঘাত করা গাছটি।

মল্লিকা, 
আমি তোমার দু-চোখে আকাশ দেখতে চেয়েছিলাম,
আজ আমি শুধু অবহেলায় আকাশের নিচে দাঁড়িয়ে একা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন