✍️ কানু বনিক
সহস্র আলোকেবর্ষ পেরিয়ে কখন যে তোমার সাজানো বাগানে এসে গেছি, তা একেবারেই খেয়াল করি'নি।
এই স্নিগ্ধ সকালে,
আকাশ যতটাই ঘন নীল,
তার বুকেই ছড়িয়ে আছে হাসনুহেনার মতো গুচ্ছ গুচ্ছ একরতি সাদা মেঘ।
তুমি যা বলতে চেয়েছো, তা
সহস্রমনের ভিড়ে হারিয়ে যাওয়া প্রণয়ের প্রথম বেলায় বুঝে গেছি।
এই মহাকাশের গভীরে,
যেখানে পাড়ি দিলে বুকের ক্ষুধা নিমেষে মিটে যায়;
সেখানেই তোমার ষোলকলার পূর্ণতা পায়।
যতটা শ্রীবিদ্যার পূর্ণতা তোমার গভীরে আছে, ঠিক ততটার আলোই তুমি জ্বেলে নিও।
সেই আলোতেই শ্রীপঞ্চমীর সন্ধ্যায়,
শুধু তোমাকেই দেখে;
এক অনন্য প্রেমের সুরে গান গেয়ে যেতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন