✍️ অভিজিৎ চক্রবর্ত্তী
ভাবছি একটা ডিটেকটিভ রেখে নেবো।
মাসের শেষে একটা মোটা মাইনে দেবো।
কেন জান? অন্যের খবর নেওয়ার জন্য নয়!
একান্ত নিজের জন্য,
যে আমার মনের খবর লয়।।
কাজের ভীড়ে নিজেকে নিয়ে ভাবার এখন কি আর সময় হয়।
তাই ভাবছি ডিটেকটিভ রাখাটা
বিশেষ মন্দ বিষয় নয়।।
কবে নিজের সাথে সময় কাটিয়ে ছিলাম তাও গেছি ভুলে।
আজ আর হয় না নিজেকে জানা অভিনয়ের ছলে।।
ভাবছি তাই একটা ডিটেকটিভ রাখব খুব আপন করে।
কাজের শেষে যে আমার সাথে
একটু গল্প করে।।
কথায় কথায় হাসাবে আমায়
নাটকীয় ভাব ছেড়ে।
বুঝিয়ে দেবে সে ...
অতিথি হয়ে থাকাটা আমার
সাজে না নিজের ঘরে।।
হাসতে ভুলে গেছি আমি দুশ্চিন্তার সাথে হেঁটে।
ভুলে গেছি সময়ের ফেরে নিজের খবর নিতে।।
নিজেকে আজ বড়ো ভালোবাসি
প্রেমে পড়ে গেছি নিজের।
জীবনের বাকী সময় টুকু হতে চাই
নিজেই একান্ত নিজের।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন