প্রহরী


✍️ সুজন দেবনাথ

আমি তোমার ঘুমন্ত পুরির 
বিনিদ্র প্রহরী হতে চাই,
তোমার একলা শহর জুড়ে
রোজ রইবো পাহাড়ায়। 

রাত জাগা পাখিদের মতো
এ দুটি আঁখি মেলে
তোমার সকল আঁধার জুড়ে
দেবো আলো ঢেলে।

মন খারাপের বীরহ বেলায়
শুনাবো হাজারো গান,
নবীন সুরের মূর্ছনায় রোজ
সাজাবো তোমার প্রাণ

তখন কি তুমি বাসবে ভালো
রাখবে আমায় পাশে?
আমার শহর ঝলমলে হোক
তোমায় ভালোবেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন