বর্ষায় গরমিল


✍️ প্রদীপ কুমার ভৌমিক

রথ গেল,খারছি গেল,
আসছে পূজা কের,
এখনও বৃষ্টি ধারা রয়েছে অমিল,
লাগছে যেন বর্ষায় গরমিল।
শ্রাবনের ধারা নাই
মাঠ সব পুড়ে ছাই।
ভূ-উষঞায়নের গন্ধ
পালঠি খাচ্ছে প্রকৃতির চিত্র,
যৌবন দেখাতে না পারছে,
নদী, নালা, জমি, পুকুর
চাষবাস প্রায় বন্ধ।
মার খাবে কৃষি
জীবন রাখতে হবে বাজি
এই বিচিত্র রূপ না যেন দেখি
শস‍্য শ‍্যামলা সবাই যেন বলতে পারি
এই প্রার্থনা আমি রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন