✍️কাজী নিনারা বেগম
নিস্তব্ধ নীল চোখের প্রতিটি জলের ফোটায় ফোটায় কতটা আবেগ ও অব্যক্ত যন্ত্রনা,
জীবন কাব্যের মূল সারাংশে প্রানহীন লাইন গুলো মস্তিষ্কের স্নায়ু কোষের শিরায় পেচাতে পেচাতে অবাধ্যতার সীমান্ত অতিক্রম করে।
অবাধ্য মনে বৈরী মাতাল স্মৃতি গুলো,,
শুন্যতার ডুবে থাকা অ্যকারিয়ামে জীবন্মৃত খুজি তোমায়,,
হয়তোবা কিংবদন্তি সেই তোমাকে হারানো নিখোঁজ বিজ্ঞপ্তির লিফলেটে স্মৃতি ভষ্মীভূত,,
সেই নাম না জানা ভালো বাসাকে!
0 মন্তব্যসমূহ