প্রেমের বাঁধন

✍️ সুমন দাস

বেঁধেছি তোমায় প্রেমের বাঁধনে। 
গভীর ভালোবাসা দিয়ে।।
বুঝতে পারো আর নাইবা পারো।
তোমাকেই রেখেছি বুকে।।
নীরবে আছি বলে এই তুমি ভেবো না।
ছিঁড়ে যাবে এই অদ্ভুত প্রেমের বাঁধন।।
ফুলে ফুলে সাজিয়ে  রেখেছি তোমায়।
এই মন জুড়ে।।
আকাশের সীমা রেখা শেষ হয়ে যেতে পারে।
কিন্তু প্রেমের বাঁধনের সুতো শেষ হবে না কখনো।।
কথার মাঝে থাকবো আমি।
তোমার আপন হয়ে।।
সকালের সূর্যোদয় থেকে সূর্যাস্ত হয়ে।
আছো মিশে মাঝরাতের গিটারের সুরে।।
হারিয়ে যাবো না কখনো আমি।
তোমার আবেগের ভালোবাসা থেকে
এ মনমোহতা আমি পাই,
হৃদয় হতে তোমায় চাই
তাই তো তোমাকেই রেখেছি।
প্রথম ও শেষ কবিতার পাতায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন