তুমি যে সাথি


     ✍️ পান্থ দাস

তুমি যে 
সাথি মোর,
দিনে রাতে সুরভিতে
মেতে থাকি যে
সকল প্রহর ৷

আসো তুমি
বন্ধু হয়ে
করো নাকো ছলনা,
ভালোবাসায় রবো
মুছে দাও যে তুমিই
সকল বেদনা ৷

তোমাতে
মন ডুবেছে,
পরিবেশের মেলায়
মন নেচেছে,
হারিয়েছি নিজেকে
দেখেছি যখন
মনটা ভেসে চলেছে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন