মুখোমুখি


    ✍️ মানব দেবনাথ

ধরো,
কোনো এক পরন্ত বিকেলে
আমাদের হঠাৎ দেখা হলো,
সময় হঠাৎ যেনো থেমে গেলো।
তুমি আমি মুখোমুখি।
কতো না বলা কথা,                    
জমে থাকা সহস্র ব্যথা।
কতো মান-অভিমান,
সবটা উজার করে তোমায় বলতে চাইলাম।
কিন্তু প্রতিবারের মতোই এবারও,
তোমার ওই মায়াবী চোখে হারিয়ে গেলাম।
এবার সময় হয়ে এলো,
এখন তবে আসি;
দীর্ঘশ্বাস ফেলে বললাম,"এখনও ভালোবাসি!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন