✍️ সুমিতা স্মৃতি
দশভূজা দূর্গা তুমি মায়ার ভান্ডার।
তোমার আলোয় আলোকিত এ জগৎ সংসার।
অসুর বিনাশ করেছ তুমি, করেছ পাপের প্রাতিবাদ।
তোমার মতো তেজস্বী হওয়ার মনে জাগে সাধ।
সৃষ্টি রূপে তুমি মাগো সাক্ষাৎ অন্নপূর্ণা।
পাপ বিনাশে তুমিই আবার ভাসিয়ে দিয়েছ রক্তের বন্যা।
মহিষাসুর মর্দিনী তুমি শক্তির উৎসস্থল।
তোমাকে দেখেই নারীজাতির মনে জাগে বল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন