✍️ বিজন বোস
কবিতা আমার সকালের সূর্য
পলাশ শিউলির সুবাস ,
শালিক বাবুই-র কিচির মিচির
শান্তির বার্তাবাহি পায়রা ।
নরম ঘাসে শিশিরবিন্দু --
ফসলের মাঠ চিলতে রোদ্দুর
ভাটি গাঙের ঢেউ ।
কবিতা আমার শীতলপরশ
দুপুরের আশ্রয়,
মায়ের আঁচল বোনের রাখি
ভাতের হাঁড়ি হজমের বড়ি ,
দুঃখে সান্ত্বনা ভয়ে সাহস
শ্বশানে বেদ
সুনীল আকাশ ।
কবিতা আমার সন্ধ্যাতারা
নিঝুম পথে 'কৃষ্ণনাম'
ঘোষণায় পাঞ্চজন্য যুদ্ধে সুদর্শন ,
রাত্রির শয্যাসঙ্গী
নির্ঘুম চোখে ঘুমের ঔষধ ।
কবিতা আমার বেঁচে থাকার মন্ত্র
নিত্যদিনের সাধনা
কবিতাতেই করি শান্তি স্বস্তির আরাধনা ।
কবিতা ষোড়শীর প্রথম গোলাপ
প্রথম প্রেমপ্রস্তাব ,
গাছ ফুল মৌমাছির মতো
কবিতাই আমার প্রেমিক
জনগণমন অধিনায়ক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন