অণুগল্প- পুজোর মার্কেটিং বলে কথা

    ✍️ রাজা দেবরায় (ত্রিপুরা, ভারত)

পুজোর মার্কেটিং করতে গিয়ে একটিও শাড়ি এবং চুড়িদার পছন্দ না হওয়ায় স্ত্রী রাগে গজগজ করতে করতে ঘরে ফিরলেন।


(আধঘণ্টা বাদে)


স্বামীঃ সরবত বানিয়ে দাওনা প্লিজ। ভীষণ ইচ্ছে করছে খেতে।

স্ত্রীঃ (রেগে) স্কোয়াশ নেই। আগেই তো জানিয়েছিলাম।

স্বামীঃ লেবুর সরবত করে দাও তাহলে।

স্ত্রীঃ (রেগে) লেবু নেই। আগেই তো জানিয়েছিলাম।

স্বামীঃ চিনির জল দাও তাহলে।

স্ত্রীঃ (আরেকটু বেশি রেগে) চিনি নেই। আগেই তো জানিয়েছিলাম।

স্বামীঃ চিনি ছাড়াই শুধু জল দাও তাহলে।

স্ত্রীঃ (অতিরিক্ত রেগে) জল...

স্বামীঃ আচ্ছা আচ্ছা আর বলতে হবে না, আমিই নিয়ে নিচ্ছি!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন