হোকনা প্রেমের উদয়

    ✍️ সুজন দেবনাথ

আমার উমা মেয়ে আসবে বলে
গোটা বিশ্ব চেয়ে পথ পানে।
সকল অশুভ শক্তি ধ্বংস করবে
শান্তি আসবে সকল প্রাণে।।
এক নব প্রভাতে জাগবে পৃথিবী 
গাইবে আনন্দে জয়গান।
খুশির জোয়ারে ভাসাবে জগৎ
উৎফুল্ল হবে সকল প্রাণ।।
ভুবনে আসবে ফিরে শান্তি আবার
আনন্দময় হবে এই ধরনী।
কাশের দোলায় শিউলির সুবাসে
এসো মাগো জগৎ জননী।।
ঘরে ঘরে তুমি শান্তির বানী মাগো
সবার ঘুচাও মনের ক্লান্তি।
হরে নাও মাগো দুর্গতি যত এবার
দাও গো সবারে শান্তি।।
বারে বারে তুমি এসেছিলে মাগো
অশুভ করিছো নাশ।
এবারো ফিরে আসবে জানি তুমি
করবে অশুর বিনাশ।।
প্রেম ভালোবাসায় ভরিয়ে দাও মা
সবারই কোমল হৃদয়।
হাসিতে খুশিতে কাটাতে জীবন
হোকনা প্রেমের উদয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন