শিশির সিক্ত আগমনী

    ✍️ সম্পা কর্মকার❤️

শরৎ এর শিশিরে ভেজা ভোর...
একাকি বসে উপভোগ করছি চারপাশ , দূর থেকে বহু দূর ।।
ট্রেনের জানালার পাশে বসে দেখছি...
কাশ ফুলেরা আপন মনে দুলছে উতাল পাতাল ।।
প্ল্যাটফর্ম এর যাত্রীরা সব আপন আপন পথে চলছে এপার ওপার ।।
কেউবা ভাসছে গল্পের ভেলায় ।।
শরতের সকাল শিউলি ফুলের আভায় মাতোয়ারা মন ।।
ভাবছে বসে উমা মা যে আমার আসছে আর কিছুক্ষণ ।।
শিশিরে ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য অতুলনীয় ।।
সবুজ পাতায় শিশির কণা...
রবির কিরণে লাগছে হীরক কণা ।।
মনে হচ্ছে শরতের নীলাম্বর ছড়াচ্ছে সোনা ।।
শিশিরে সিক্ত প্রভাতের অনন্য এক অনুভূতি...
হৃদয়ের মণিকোঠায় ধ্বনিত করে মায়ের আগমনী ।।
আলোয় আলোয় আলোকিত হচ্ছে শহর ।।
ঢাকিরা সব পাচ্ছে বায়না , আলো হচ্ছে তাদেরও ঘর ।।
মা যে আমার সর্বজনীন...
তাই তো সবাই দলে দলে উপভোগ করছে পুজোর দিন ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন