আলো

    ✍️ মিঠুন দেবনাথ।

চারদিকে ঝিকিমিকি আলো,
দেখতে কত লাগছে ভালো।
জোনাকির হলুদ আলোর বুকে,
সন্ধ্যায় চলে ঝিকঝিকে।
দিনেকের শুভ্র আকাশে,
বক উড়ে বাতাসে।
রাতের  আকাশে গুটি গুটি তারা,
চাঁদটি আমায় দিচ্ছে  সারা।
শরতের শুভ্র মেঘ,
চলছে কত ভীষণ বেগ।
নদীর যে আজ আনন্দের দিন,
কাশবনেতে বাজতেছে বীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন