✍️ মিঠু মল্লিক বৈদ্য
শারদ সাজে আসছে মাগো
মর্ত্যধামে নামি,
কাশ শিউলির সুভাস ঢেলো
দিতে মায়ের অঞ্জলি।
কাসর বাজে ঢাক বাজে
বাজে মঙ্গল শাঁখ,
মা আসবেন ধরাধামে
হবে অসুর বিনাশ।
শারদ প্রাতে শিউলি তলে
শিশির ভেজা ঘাস,
ষষ্ঠী তিথির পুণ্য লগ্নে
মা তোমায়, করি আহ্বান।
সপ্তমীতে বরণডালি
সাজিয়ে তোমায় ঘরে তুলি,
অষ্টমীতে বিল্ল পত্রে
অঞ্জলি দিই চরণ তলে।
সন্ধিক্ষণের সন্ধিপুজোয় আলোর ছড়াছড়ি
নবমীর দিনে চণ্ডীপাঠ শুনি।
রাত কাটে এমনি করে বিদায়ের কথা ভাবি
দশমীর প্রাতে দেবী যাবেন কৈলাশ ফিরি।
বছর বছর আসো মাগো
মর্ত্যধামে নামি
দশভূজার রূপে মাগো
রাখ আগলে এই পৃথিবী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন