✍️ সুপর্ণা মজুমদার (রায়)
শরৎ তোমার আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা,
শরৎ তোমার আঙ্গিনাটায় মিষ্টি রোদের খেলা ।
শরৎ তোমার নদীর পারে কাশের বনে ঢেউ,
সাদা মেঘের ভেলার ফাঁকে নীল ঢেলেছে কেউ ।
ইচ্ছে ডানায় ভড় করে মেঘ যেমন খুশি সাজ,
খাতাময় জলছবিতে নীলাম্বর ক্যানভাস। বাঁধনছেঁড়া মেঘ এঁকেছে সপ্তরথী ঘোড়া,
হঠাৎ দেখি সিংহ রাজের কেশর নেড়ে ফেরা।
এই বুঝি এক মেঘবালিকা পাহাড় চূড়ায় চড়ে,
দূরের আকাশ-ক্যানভাসে অট্টালিকা গড়ে। ক্ষানিকবাদেই ঝাঁকবাঁধা মেঘ রংতুলিটা নিয়ে,
আকাশ জুড়ে রামধনুটা দিল ছড়িয়ে!
শরৎ তোমার শিউলি তলায় শিশির ভেজা ভোর,
দূর হতে ভাসছে কানে আগমনী সুর।
শরৎ তোমার অরুণাভায় শীতল হিমেল ছোঁয়া,
পেঁজাতুলো মেঘগুলোকে নোতুন করে পাওয়া।
ফেলে আসা মেয়েবেলার শরৎ পূজোর ছুটি,
ঢ্যাং কুড়কুড় ঢাকে কাঠি শুনে চমকে উঠি।
শৈশবেরি শরৎ জুড়ে ঘুড়ি কাটার খেলা,
আবছা আলোর গৃহকোণে সূর্য ডোবার পালা।
পালবিহীন মেঘের ভেলা আকাশ জুড়ে ছবি,
ফেরারি মেঘ এঁকে যায় নজরুল সুকান্ত রবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন