মা আসছেন

    ✍️ সুশীল দাস

আমি যখন ঘর থেকে বের হয়
কবিতা দেখি পথে-ঘাটে,
যখন বাজার করতে যাই
অনেক গল্প খুঁজে পাই হাটে।
ধানের ক্ষেতে হাঁটি যখন
দেখি আনন্দ ছড়িয়েছে মাঠে,
শীতের ফসল করবে বলে
চাষী ভাই আইট্টা ধান কাটে।
যখন প্রান ভরে শ্বাস নেয়
বুঝি প্রেম ভাসে শরৎ বাতাসে
আবার কান পেতে শুনি যখন
আগমনীর সুর শুনি আকাশে।
আকাশ, বাতাস,হাট-মাঠ-ঘাট চঞ্চলতা,উদ্বেগ বাড়ায় মনে,
মা আসছেন,মা আসছেন
পূজো দেখি কার সনে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন