দশভুজা

    ✍️ গোপাল দে

হে দশভুজা,
দারিদ্র‍্যক্লিষ্ট অসহায় এই সমাজের
ধারক ও বাহক তুমি,
তোমার হাতেই ধ্বংস হোক যত
ক্লেশ,দুঃখ,যন্ত্রণা আর অসহায়ত্ব।
পূর্ণতা পাক এই ধরাধাম।

হে ত্রিনয়নী,
তোমার ঐ সদাজাগ্রত ত্রিনেত্রে
ঠাঁই করে নিক স্বর্গ,মর্ত‍্য আর পাতাল।
দৃষ্টি থাকুক সকল জীবের প্রতি
ভূপাতিত হোক যত জাতপাত ভেদাভেদ।

হে সিংহবাহিনী,
দেশ ও জগতের কল‍্যাণে
তুমি বজ্রহস্তে সংহার করো
যত আসুরিক শক্তি।
দুর্বলের উপর সবলের অত‍্যাচার আর নয়।
বিনাশ করো যত অন‍্যায়,অবিচার
লিপ্সা,কাম ক্রোধ আর মোহ।
বিলীন হোক যত ধর্মযুদ্ধ।

হে ত্রিশূলধারিনী,
তোমার ঐ ত্রিফলায় বিদ্ধ করো
সমাজের যত আগাছা জঞ্জাল
রক্তচক্ষুতে প্রশান্তি দিয়ে
শান্ত করো এই জগৎ সংসার।
আসুরিক দম্ভে লাগাম টেনে
ছড়িয়ে দাও প্রশান্তির বাতাবরণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন