✍️ শতাব্দী দেবনাথ
অদূর আকাশ পানে গৌরির
আগমনে ডাক ফুটেছে
শিউলি ফুলের পাঁপড়ি দলে
ঢেউ তুলে এক হিল্লোলে।
শরতের পরশ ছোঁয়ায়
শিশির ভেজা মেঠো পথে
কি যেন এক অচিন স্বরে
বলছে মা গো তোমার পদ ধূলি
পড়লো আজ মর্তলোকে।
অচল-সচল ঈশান-জায়া
মা একি তোমার রূপের মায়া।
কখনো চন্ডি, কখনো উমা
কখনো ভবানী, কখনো বা ত্রিনয়না।
ত্রিশূল ধারিণী মা গো তুমি
এসো মর্তলোকে।
তোমার আলোয় আঁধার কাটুক
তমসার এই ভূবনে।
(আগরতলা, ত্রিপুরা )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন