✍️ কৃষান নমঃ
আমার স্মৃতি জুরে আছে,
বইয়ের প্রতিটি পাতার অক্ষরে অক্ষরে।
বই গুলোতে ফুটে উঠেছে আলো,
কলমের কালির আলতো ছোঁয়ায়।
সে বই গুলো আমার পড়ার,
যে বই গুলো পাতায় জ্বলে।
লাল নীল কালো বিভিন্ন রঙের,
কলমের বাহারেরে প্রদীপ শিখায় ।
সেই বই আমি পড়বে,
যেই বই আমায় দেয় ভয়।
সেই বই গুলো পড়ে থাক আমার পাশে,
সেই বই গুলো আমি ধরবো না।
যেই বই আমাকে করে অন্ধ,
সেই বই অন্ধ হয়ে থাক বন্ধ ঘরে একটি কোনে।
সেই বই আমি ধরবো না,
বইয়ের প্রতিটি পাতার জ্বলছে প্রদীপ,
বইয়ের পাতার স্বপ্ন বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন