✍️ সংহিতা ভট্টাচার্য
......................................
তোমার গলা জড়িয়ে ধরে
সুখ সাগরে ভাসি
মুক্ত মনে ছন্দ বেঁধে
স্বপ্নে বাজাই বাঁশি।
তোমার শাসন সোহাগ মেখে
জীবনতরী ভাসে
ঝড় ঝাপটা সামলে নিয়ে
তুমিই থাকো পাশে।
তোমার চোখে আকাশ দেখে
রামধনু পথে হাঁটি
জীবন বাঁকে নানান স্রোতে
খুঁজে বেড়াই খাঁটি।
তোমার খুশি আমার খুশি
এক্কা দোক্কা খেলে
ভালোবাসার পরশ মেখে
সময় বয়ে চলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন