মা দূর্গা

     ✍️ অন্কিতা বর্ধন 

মেনকার চোখের মনি গৌরি
        আসছে এবার বাড়ি।
শিব বলে কাতর হয়ে ,
       " তোমায় বীনে আমি
           রইব কেমনে।"
গৌরি বলে,
 "হে শিব  দিন চারএক পর আসব চলে তোমার মহলে।"
সপ্তমী অষ্টমী মায়ের ঘরে   
       থাকে দূর্গার চরন ।
একটি বছর অপেক্ষায় থাকি 
      আমরা ভক্তগন ।
নবমীতে মেনকা কয়
  "না কাটে এই রাত ।"
"গৌরি আমার যাবে চলে   
      হলেই  যে প্রভাত ।"
"পতি তাঁর বৃদ্ধ , 
        ঘরে আছে সত,"
"আমি যে তাঁর সুখের 
    দেখি না কোনো পথ ।"
গিরি বলে শোন রানি ,
          "গৌরি হল শ্মশান    
           বাসির অর্ধাগিনী।
             কাল যেতে হবে    
         কৈলাস রাজার ঘর ,
তুমি রানি সকল চিন্তা ত্যগিয়া
            গৌরিকে আগলে    
           রাখো রাতভর ।"
ভোর হতেই ডমরু বাজে 
গৌরি যাবে শিবের ঘরে ।
মায়ের কান্না বয়ে যায় 
গৌরি আমার ফিরে আয় ।
"একটি বৎসর এর অপেক্ষায়
থাকা যে মা বড়ো দায় ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন