দুই রূপে দুই মা

    ✍️ বিপ্লব গোস্বামী

আমার এক মায়ের পূজা হয়
বড়োই ধুমধামে ;
আমার অন‍্য মা মাঠে খাটেন
শরীর ভিজে ঘামে !
আমার এক মায়ের পূজার লাগি
বড়োই আয়োজন ;
আমার অন‍্য মায়ের খবর নিতে
নেইতো আপন জন !
আমার এক মাকে তুষ্ট করতে
লক্ষ বলিদান ;
আমার অন‍্য মায়ের ভাগ‍্যে জোটে
কত শত অপমান !
আমার এক মায়ের গায়ে শোভে
হাজার আভূষণ ;
আমার অন‍্য মায়ের লজ্জা ঢাকার
নেইতো আবরণ !
আমার এক মায়ের প্রণামী থালায়
স্বেচ্ছায় করি দান।
আমার অন‍্য মা ভিক্ষা মাগতে
সইতে হয় অপমান !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন