✍🏻পূজা মজুমদার
তুমি নেবে কি আমায় খুঁজে?
সূনীল আকাশে উড়ে যাওয়া গাঙ্গচিলে
উত্তাল সাগরের বিশাল ঢেউ এর মাঝে।
তুমি নেবে কি আমায় খুঁজে?
ব্যস্ত শহরে হাজারো লোকের ভিড়ে
গলির আনাচে কানাচে কিংবা কোন বস্তির মোড়ে
তুমি নেবে কি আমায় খুঁজে?
যদি কখনো হারিয়ে যাই, সন্ধ্যা রাতের তারাই
জোনাকির আলোই পথ দেখে দেখে
পাবে কি আমায় খুঁজে
হাজারো তারার মাঝে?
যখন তুমি ক্লান্ত হয়ে বসবে খোলা মাঠে
আমি ছায়া হয়ে থাকব তোমার পাশে
আলতো ভাবে হাত বুলাব তোমার কপালটিতে
তখন তুমি কি আমার স্পর্শ অনুভব করতে পারবে?
ব্যাকুল হয়ে তুমি কি খুজবে আমায় তোমার চারিপাশে?
তুমি যখন ঘুমের ঘুরে থাকবে বিভুর
আমি আসব চুপিচুপি তোমার স্বপ্নের ভেতর
তুমি কি বুঝবে তখন আমি এসেছি তোমারি মাঝে?
ভালোবাসার স্পর্শে তুমি কি নেবে আমায় খুঁজে?
তোমার প্রতিটা মূহুত্বে কিংবা সকাল সন্ধ্যা রাতে
তুমি নেবে কি আমায় খুঁজে?
না কি আমায় ভুলে অন্যের খোঁজে
হারিয়ে যাবে অনেক দূরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন