শারদপ্রাতে

       ✍️ শাশ্বতী  দেব

শারদপ্রাতে  আগমনীর  আগমনে আমরা  হই  পুলকিত ,

শিউলি ফুলের সুবাসে চারদিক  হয়  মুখরিত ।

খুশীর জোয়ারে  একে  একে সবাই  ভাসতে থাকে,

ঢাকে নিয়ে আনন্দে শারদোৎসবে নাচতে  থাকে ।

কাশফুলের মনমাতানো পরশ গায়ে দোলা  দিয়ে  যায়,

আগমনীর হিল্লোলে মনে খুশী ফোটায় ।

শারদপ্রাতে বরনডালা নিয়ে হাজির দোরগোড়ায়,
মা যে আনচান করছে শুধু  আগমনের অপেক্ষায়।

কুসুমকনি ফুটতে থাকে আগমনীর আনন্দধারায়,

মনের মাধুরী  হাসি হয়ে ফুটতে থাকে সবার ঠোঁটের কোণায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন