আমার দাদা।

 
 
 

 ✍️ - গঙ্গা সাহা

দাদা মানেই,
বোনের আবেগ, অহংকার আর
ছোট খাটো খুনসুটি আর মারামারি।
দাদা মানেই,বোনের  প্রথম খেলার সাথী।


আর একটু উনিশ বিশ হলেই
মারপিট আর কান্না ভারী।
দাদা মানেই,
বোনের চোখে জল আসলেই,
মায়ের হাতে লাঠির বারি।
আর বাবার ভারী চোখ রাঙ্গানি।

দাদা মানেই,
সমস্ত মারপিট এর অবশেষে,
বোন যদি হয় একটু_
দু -চোখের আড়াল খালি,
তখনি মায়ের কাছে প্রশ্ন হাজারি।
তা যেন প্রশ্ন কম বেঙ্গ্য ভারী।

যেমন কিগো মা কোথায় গেলো-
তোমার আদরের মেয়ে খানি।
দেখিনা দেখি তাহার চাঁদ বদন খানি।
দাদা মানেই,
যে দেখায় বোনের জন্য সে কঠোর ভারী,
কিন্তু মন যে তার বোনের জন্য দূর্বল ভারী।


দাদা মানেই,
বোনের সমস্ত বিপদে এগিয়ে থাকা-
সবার প্রথমে সেই হাত খানি।
দাদা মানেই,
বোনের হাতে রাখি আর ফোঁটা নেওয়া,
বোনের সারাজীবনের রক্ষা কবজ খানি।

দাদা মানেই,
চাকরির প্রথম বেতনে বোনের জন্য,
সব থেকে ভালো দামি উপহার খানি।
দাদা মানেই,
বোনের ভালোবাসার প্রিয় মানুষ খানি।

ইং:- ০৩/০৯/২০২১।

 
 
 
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন