কাশের সমারোহ

    ✍️ প্রতীক হালদার 

পথের দু-ধারে , বনের মাঝেতে 
মাঠের আলের পাশে,
যে দিকে তাকাও দেখতে পাবে 
কাশফুলেরা হাসে ।
মিঠে রোদের আলো মেখে 
করছে তারা খেলা,
চাঁদের আলোয় গা ভাসিয়ে 
থাকে রাত্রিবেলা ।
ভোর হতে সেই,নেই চোখে ঘুম 
কত কি যে ভেবে চলে,
সারাদিনভর নিজের মনে 
কত কথা নিজে বলে ।
দুলে ওঠে ওরা প্রকৃতির কোলে 
বাতাসকে বলে শোন,
"তোরই আসাতে আমি শিহরিত 
আনন্দেতে মন ।"
দুলিয়ে মাথা আকাশ পানে 
দেখছে মেঘের দল,
জাগছে মনে অনেক আশা 
"আমায় নিয়ে চল ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন