সময়ের শেষে

    ✍️ নীলদ্বীপ কুমার

দেখা  হবে তোমার সাথে সময়ের আয়োজনে, 
যেদিন আমার সকল কিছু পুড়বে দহনে। 

মলিন পথ যখন অমলিন হবে গহীন রাতে
ছন্দগুলো অন্ধ হবে তোমার কারণে! 

এতটুকু তো পুড়তেই  পারি তোমার আসার অপেক্ষায়, 
তবুও ভাবি মৃতদেহে কে-ই বা এমন আগুন জ্বালায়। 

দেখা হোক তবুও তোমার সাথে সময়ের শেষে
যখন,লিখে দেবো এ জীবন চিরনিদ্রার কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন