.....................................✍️ সম্পাদকীয়
"আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।"
শরতের এই হৃদয় পরশমণি মন্ত্রপাঠ শুনলে আমাদের অন্তর জগতে কতকিছু প্রতিধ্বনিত হয়,তা শুধু কাশফুলেরা বলতে পারবে! মনে হয় অন্তরে কাশফুলের বাগান।আর শরতের শিশির ভেজা রহস্যময় কবিতার সমারোহ আকাশ থেকে এসে হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে।
কত আবেগ, যুগ যুগ ধরে অপেক্ষার বাঁধ ভেঙে যায়! কবিদের মনে সঞ্চারিত হয় নব নব আবেগ। যা কিনা হাজার হাজার কবিতা তৈরি করে কাশফুলের পুষ্টি জোগান দেয়। শরৎ আসলেই শিউলিফুলেরা পাপড়ি মেলে ঘুম থেকে জেগে উঠে। অনন্য সুগন্ধি সৃষ্টি করে শরৎকালকে মোহিত করে তোলে বিশ্বমানবের কাছে।শুভ
শারদীয়ার প্রীতি,শুভেচ্ছা ও শুভকামনায়-
গৌরাঙ্গ সরকার
সম্পাদক, নবোন্মেষ, ত্রিপুরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন