✍️ অন্তরা ভট্ট
ছোট্ট একটি পাখি
কিচিমিচি নানান কথা বলতো মায়ের গোচর
জানিস তো মা..
আজ যে আমি
ওই যে দূরের পাহাড় চূড়ো আছে
সেথায় গেলাম সঙ্গীদের সাথে।
জানিস তো মা...
অন্য আরেকদিন যাবো
ওই যে দূরের বড়ো গাছটি আছে
তার মগ ডালে তে বসে
তোরই সাথে গাইব মনের সুরে
ভালোবাসবো তোকে আমার মতো করে।
জানিস তো মা...
কাল যে আমি ঘুমিয়েছিলাম রাতে
কেউ যেন মা দিচ্ছে আমার ডানাটি কেটে
হঠাৎ করে ঘুম থেকে উঠে বসি
দেখছি আমার ডানাটি আছে ঠিকমতে
টপ করে পড়লো চোখের জল
ভাবতে লাগি কেউ দিল
স্বপ্নগুলোকে করে জল ।
ইচ্ছে ছিল তোর সাথে যে
ওই যে গাছের মগডালে তে বসে
দেখবো মোরা সাজের বেলায়
সূয্যি মামার বাড়ি ফিরন ।
তুই সব জানিস তো মা...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন