শরতে আগমনী

      ✍️ চিন্ময় চক্রবর্তী 

আমরা প্রথম  মহালয়ার আগমনের  বার্তা  শুনি ,

বীরেন্দ্র কিশোর  ভদ্রের  নিজস্বিতায়  ফুটে  উঠেছে শরতে  আগমনীর  বার্তা ।

শিউলির  সুবাসে  শরতের  আলোয় লাল  হয়ে  ওঠে  আগমনীর  আনন্দে  
আকাশ  -  বাতাস ,

ধন  ধান্যে  এই বনানী  আনন্দধারায়   উৎসমুখে প্লাবিত   হয়  আগমনীর  আনন্দে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন