কাশফুলের সমারোহ

     ✍️ পাপিয়া দাস,
        মেলাঘর,ত্রিপুরা।

শরৎকালে  কাশের বন
 যেন সাদা চামর দোলাচ্ছে।

শরৎকালে  কাশের বন
আগমনীর বার্তা বয়ে আনছে।

নদীর  পাশে  কাশের বন
ঐ তো দেখছি  রোজ সকালে -বিকেলে।

পাড়ার  ছেলেরা কাশের বনে
কাশ ফুল  আনতে যায়
পাতার  ধারালো আঘাতে পেয়ে
দৌড়ে  সব পালায়।

কাশফুলের সমারোহে
কবির মনে শারদীয়ার কত ভাবনা।
গায়ক-গায়িকা  বলছে সব
কাশফুল  তুমি তাড়াতাড়ি  মজে যেওনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন