✍️পাপিয়া দাস
চলছে তিনটি বছর
চলে যাচ্ছে সময়,
পঠন পাঠনে ধীরগতি।
কি এক মহাকাল!
নিয়ে এল আকাল,
বিপদের জঞ্জাল।
কাজকর্ম নেই,
চলছে অভাব।
দীন দরিদ্র হতভাগ।
আচার -অনুষ্ঠানও
করতে হচ্ছে ভয়ে ভয়ে,
পঞ্চাশ -ষাট জনকে নিয়ে।
অতিষ্ঠে কাটছে দিন
দুটি বছর ধরে,
আবার ও নাকি এই মহামারী আসল পৃথিবী জুড়ে।
স্কুল কলেজে তালা
ছাত্রছাত্রীর হাতে মোবাইল ফোন,
মা-বাবার একি!পরম জ্বালা।
কবে ঘুচবে মহামারী
আসবে কবে শান্তি ফিরে
এই অশান্ত কুটিরে।
0 মন্তব্যসমূহ