হৃদনদী

হৃদনদী

হৃদনদী আজ শুকিয়ে গেছে চর জেগেছে তাতে, 
বিন্দু হয়ে উড়ে গেছে উষ্ণ অশ্রুপাতে ... 

কত বর্ষা আসে যায় , কত ময়ূর নাচে! 
বর্ষা বারি উধাও সব চরের বালির প্যাঁচে। 

নদীর বুকের ফাটল যত এদিক ওদিক ঘিরে, 
কত ছবি আঁকে বল শূন্য বক্ষ জুড়ে! 

এককালে এই হৃদ তটিনী ছিল দিশেহারা, 
উথাল পাথাল ধিতাং বোলে যেন পাগলপারা ... 

কত ডিঙ্গি ভেসে যেত প্রিয়ার মিলন আশে! 
কত মাঝি ধরত যে তান ক্লান্ত দিবা শেষে! 

কত প্রাণী বাঁধত বাসা গভীর জলের তলে! 
কত জেলে জাল পাত্ ত  স্তব্ধ ঊষা কালে! 

হৃদনদী আজ চরেই বিলীন,কাদায় কাঁটায় বাস, 
অতীত দিনের স্মৃতি শুধু বেঁচে থাকার আশ।    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ