মানবদ্রোহী

   ✍️কৃষ্ণকুসুম পাল
    সাধারণ সচিব।
    বাংলা আকিদেমি।ত্রিপুরা।

শিলের মতো ছিলিস শিলা,
প্রেম করেও ভাগলি না;
তোর ছেলেকে বানাবো চেলা,
মানুষ করতে পারলি না।
                #
ওরে হাঁদা,শোনরে গন্ডগাধা
রাজনীতিটা শেখাবো তোকে,
আসতে যেতে দাদা দাদা,
কতো সেলাম করবে লোকে।
               #
তুই মাস্তান হয়ে দিবি গুঁতো
সমস্যা হলেই ডাকবে নেতা
আমি টানবো ঘুড়ির সূতো,
উড়বে টাকা,ধরে বাঁধো বস্তা।
                 #
গ এর গলা কেটে
ন কে নিয়ে নাচানাচি,
ত এর চামড়ায় তবলা বাজাও,
অন্ত্রসহ শুকিয়ে করো হাড়কাঠি।
                  #
এ হলো গণতন্ত্র মন্ত্র,
নেতায় নেতায় ষড়যন্ত্র।
----------******----------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ