"ব্যাবসা"
সামান্য পথভ্রষ্ট কিংবা নিশাচর হলে
সমাজ তাকে "বেশ্যা" বলে করে বিসর্জন
আদো কী সবটায় তার দোষ
পুরুষের খামের খিদা আর নারীর দুর্বলতা,
দুটায় কী এখানে গৌন।
বেশ্যা যদি দুষ্টা হয় পুরুষ কেন যায় তার কাছে?
বাজারে নারীর অভাব অভিযোগ কেহ বোঝে না
হরিন চাওনি আর মিষ্টি হাসিতে সবটায় থাকে ঢাকা
শখে কেহ তথাকথিত বেশ্যা হয় না
বেশ্যা হয় চাহিদায়
যাকে দেখে ঘৃণায় লজ্জায় সমাজের মাথা নত।
সমাজের বড় বড় মাথারায় তাকে এ মোড়ে এনেছে।।
শত ঝড়ের মাঝে যার খোজ কেহ রাখে না
সামান্য দেহ ব্যাবসার খবর নিতে হাজার জন তার দর কষে।
মিডিয়া খবরের জন্য হামলে পড়ে।
পাড়ার মোড়ে গলির পথে বসে চর্চা সভা
রাতের আধারে সাজানো শরিরের চকচকা রুপ
দিনের আলোতে ছিড়া কাপড়ে আগলে রাখে সে,
সেও সন্মান পেতে চায়
সেও সাধারন ভাবে বাচতে চায়
তার ও মন আছে পরিবার আছে
কিন্তু কে শোনে তার কথা
আকাশের নিচে একফালি ছাউনির নিচে
সে যে গুমরে কাঁদে
বেদনা আর হতাশার জীবন তার কাটে আতংকে
নিমেষেই বদলে জীবন রাতের আধারে
সবাই বলে বেশ্যা
সমাজে তার নাম বেশ্যা
0 মন্তব্যসমূহ