প্রিয় নেতাজী
ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান
ওহে গুরুজী।
তুমি মহান বীর যোদ্ধা
প্রিয় নেতাজী।।
তোমার তরে স্বাধীন হলো
মোদের দেশমাতা।
যুগ যুগ ধরে রবে তোমার
অমৃত কথা।।
তব কীর্তি কথা আজও
গায় সর্বলোকে।
তোমার দিশায় চলছি মোরা
সেই আলোকে।।
বলেছিলে রক্ত দাও
দেবো স্বাধীনতা।
তুমিই মোদের শ্রেষ্ঠ বীর
কিংবদন্তি নেতা।।
ওহে দেশনায়ক তুমি আছ
প্রতি ঘরে ঘরে।
রয়েছ প্রতিটি বাঙালির
অন্তরে আন্তরে।।
তোমার জন্ম জয়ন্তিতে করি
সশ্রদ্ধ প্রণাম।
রেখেছি মোর বক্ষের মনিকোঠায়
চির অধিষ্ঠান।।
0 মন্তব্যসমূহ