শীত এল

   ✍️সুরমা আকতার 

শীত এল দেখ শীত এল,
পুরো গ্রাম জুড়ে একাই।
শীতের ভয়ে লুকিয়ে সবাই,
কেউ চাদ্দরে তো কেউ,
 রৌদ্দোরে ভাই।
শীত এল দেখ শীত এল ভাই,
শীতকে কেন এত ভয়?
শীত কি হিমালয়?
আগোছানো ছন্দে ভরা,
শীতের এলাকা।
উনুন আর উষ্ণতায়,
তৃপ্তি মিটায় এই ঋতুটা।
শীত এল শীত এল,
গামছা ছেড়ে গরম পোশাক পড়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ